ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

সন্দ্বীপে পেশাজীবীদের পিপিই উপহার দিলো ছাত্রলীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ২৬ মে ২০২০

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সন্দ্বীপে করোনাভাইরাস মোকাবেলায় নিয়োজিত পেশাজীবীদের মধ্যে দফায় দফায় নিজস্ব অর্থায়নে পিপিই উপহার দিয়েছে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোক্তাদের মাওলা ফয়সাল।

সন্দ্বীপের বিভিন্ন জায়গায় কর্মরত এমবিবিএস ডাক্তার, পল্লী চিকিৎক, সরকারী চাকুরীজীবি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে মোট শতাধিক পিপিই বিতরণ করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা মোক্তাদের মাওলা ফয়সাল বলেন, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় সামনে থেকে যুদ্ধ করছেন ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা। তারা যদি নিজেরা সুস্থ থাকেন তবে আমাদেরকে ভালোভাবে সেবা দিতে পারবেন। তাই এই বিষয়টি মাথায় রেখে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য পিপিই উপহার দিয়েছি। 

প্রসঙ্গত, এর আগে এই ছাত্রনেতার উদ্যোগে গত ২৯ এপ্রিল প্রথম দফায় নিজস্ব অর্থায়নে উপজেলা প্রশাসন, থানা ও দ্বীপে কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশাজীবীদের মাঝে পিপিই বিতরণ করেন। যা সব মহলে প্রশংসিত হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি