ঢাকা, বৃহস্পতিবার   ১৫ জানুয়ারি ২০২৬

ফ্যাসিবাদের দোসরদের নির্বাচনে নিষেধাজ্ঞার দাবিতে ফরিদপুরে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৮, ১৪ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখা।

বুধবার (১৪ জানুয়ারি) রাতে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়ে ইমাম উদ্দিন চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। পরে ইমাম উদ্দিন চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী রিয়াজের সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ‘২৪-এর আন্দোলনে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, তা বাস্তবে না দেখে আমরা আশাহত। যারা আমাদের ওপর গুলি চালিয়েছিল, তারা এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।’

আওয়ামী লীগের পুনর্বাসন মেনে নেওয়া হবে না দাবি করে বক্তারা বলেন, যারা এতদিন আওয়ামী লীগের ম্যান্ডেট নিয়ে রাজনীতি করেছে, তাদের আমরা কোনোভাবেই—শুধু সংসদ নির্বাচন নয়, রাজনীতিতেও দেখতে চাই না। ‘ভালো আওয়ামী লীগ’ সেজে যারা রাজনীতি করতে চাইবেন, তাদেরও প্রতিহত করা হবে।

এ সময় তারা ফ্যাসিবাদের দোসরদের মনোনয়ন বাতিল না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি