ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

সবাইকে রেখে লন্ডনে কারিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ১০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

লন্ডনে ছুটি কাটাচ্ছেন কারিনা কাপুর খান। সঙ্গে রয়েছেন করণ জোহর। আর সেখানেই বেশ হাসিখুশি মুডে দেখা গেল নায়িকাকে।

সম্প্রতি সাইফ আলি খান এবং ছেলে তৈমুর আলি খানকে নিয়ে রাজস্থানে যান কারিনা। রাজস্থানে গিয়ে তৈমুরকে ঘোড়ায় চড়ান। আর সেই সব ছবি শেয়ার হয় সোশ্যাল সাইডে। হোলির পর পরই মরু শহরে ছুটি কাটিয়ে আসেন নবাব ও বেগম। সেখান থেকে ফেরার পর পরই লন্ডনে পাড়ি দেন কারিনা।

বলিউড সূত্রে জানা গেছে, লন্ডন সব সময়ই কারিনার অনেক পছন্দের জায়গা। বিশেষত শীতের সময়। আর সেই কারণে মাঝে মধ্যেই লন্ডনে পাড়ি দেন তিনি। কিন্তু, করণ জোহরের সঙ্গে কেনো? শুধুই ছুটি কাটাতে, না কি কোনও সিনেমার শুটিংয়ের জন্য। এ বিষয়ে স্পষ্ট কোনও তথ্য জানা যায়নি।

এদিকে ‘ভীর দি ওয়েডিং’-এর শুটিং শেষ হওয়ার পর পরই ডিসেম্বরের শেষ সপ্তাহে সুইজারল্যান্ডে পাড়ি দেন কারিনা। স্বামীর সঙ্গে নতুন বছর বিদেশে কাটিয়ে তবেই দেশে ফেরেন পতৌদি পরিবারের এই বধু।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি