সব ধরণের সামাজিক ব্যাধি রুখতে জনগণকেও এগিয়ে আসার আহ্বান
প্রকাশিত : ১৭:৪১, ২২ মে ২০১৭ | আপডেট: ১৮:৩৬, ২২ মে ২০১৭

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকসহ সব ধরণের সামাজিক ব্যাধি রুখতে পুলিশের পাশাপাশি জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মোখলেসুর রহমান। পাশাপাশি পুলিশ প্রশাসন কিংবা সমাজে থাকা অসৎ ব্যক্তিদের চিহ্নিত করতেও জনগণের সহায়তা চান তিনি। সকালে চট্টগ্রামে কমিউনিটি পুলিশিং সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে এ’সব কথা বলেন মোখলেসুর রহমান।
জনগণের সাথে পুলিশের দুরত্ব ঘুচিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মতো পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং সপ্তাহ। মেট্টোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে নগরীর জিইসি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদসহ সমাজের বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধি।
কম জনবল নিয়ে জনগণের নিরাপত্তা দেয়া ও শান্তি শৃঙ্খলা রক্ষা করা কঠিন উল্লেখ করে পুলিশ কর্মকর্তারা কমিউনিটি পুলিশিংয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে বর্তমানে জনগণের মধ্যে পুলিশের কাজে সহায়তার মানসিকতা গড়ে উঠেছে।
জনগণ সচেতন হলে সামাজিক বিভিন্ন অবক্ষয় রোধ করা সম্ভব উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, জনগণকে সচেতন করতে মহানগরীর ১৪৫টি বিটে কমিউনিটি পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মাদকের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের অসৎ ব্যক্তিদের চিহ্নিত করতে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান অতিরিক্ত আইজিপি।
এর আগে, তিনজনকে চাকরির ব্যবস্থাসহ ৩০ জন মাদকসেবীকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তার মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ নেয়ার কথা জানায় প্রশাসন।
আরও পড়ুন