ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ২৪ মে ২০১৮

Ekushey Television Ltd.

গোয়েন্দা সংস্থার তালিকা অনুযায়ী সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দেশব্যাপী মাদক বিরোধী পুলিশের বিশেষ অভিযান প্রসঙ্গে আজ বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
রাজধানীর ফার্মগেট পুলিশ ফাঁড়ির সামনে মাদক বিরোধী বিশেষ ক্যাম্পইনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকের বিস্তার রোধকল্পে দেশব্যাপী অভিযান চলছে। সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।  
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি