ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সমাজের কেউ পিছিয়ে না থাকাই টেকসই উন্নয়নের মূলমন্ত্র:প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৬, ১৯ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৭:৩৮, ১৯ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

সমাজের কেউই পিছিয়ে না থাকাই টেকসই উন্নয়নের মূলমন্ত্র উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি রাষ্ট্রের উচিত তাদের সবচেয়ে দুর্দশাগ্রস্ত নাগরিকদের সবধরণের সহায়তা দেয়া। বাংলাদেশে প্রতিবন্ধীদের উন্নয়নের বিষয়টি পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানান তিনি। সকালে ভুটানে আন্তর্জাতিক অজিটম সম্মেলনে একথা বলেন শেখ হাসিনা। এদিকে ভূটানে বাংলাদেশের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারস’ শীর্ষক তিন দিনের অন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পুনম ক্ষেত্রপাল সিং বক্তব্য দেন উদ্বোধনী অনুষ্ঠানে। উপস্থিথ ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন ওয়াজেদ; যিনি বাংলাদেশের জাতীয় অটিজম বিষয়ক উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘চ্যাম্পিয়ন’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অটিস্টিকদের রাষ্ট্রীয় সহায়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, সরকারগুলোকে এমন নীতি ও কর্মসূচি গ্রহণ করতে হবে যাতে কেউ অবহেলিত না থাকে।

সমাজের কেউ পিছিয়ে না থাকলেই টেকসই অর্থনৈতিক উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন সম্ভব বলে মন্তব্যও করেন প্রধানমন্ত্রী।

অটিস্টিকদের নিয়ে বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমও উল্লেখ করেন শেখ হাসিনা।

পরে হেজোতে ভূটানের রাজা জিগমে খেসার নামগিলের উপস্থিতিতে বাংলাদেশের চ্যান্সেরি ভবনের ভিত্তিস্থাপন করেন প্রধানমন্ত্রী। এর আগে জমি হস্তান্তর চুক্তিকে সই করেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

দেখুন ভিডিও


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি