ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সমুদ্রে ভেসে গেল চবি’র ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩১, ৮ জুলাই ২০২৫ | আপডেট: ১৭:৩২, ৮ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গেছে চবির তিন শিক্ষার্থী। এদের মধ্যে কে এম শাদনান সাবাব রহমান (২১) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন  দুই শিক্ষার্থী। 

মঙ্গলবার (৮ জুলাই) হিমছড়ি সমুদ্র সৈকত পয়েন্টে এ ঘটনা ঘটে। স্রোতের টানে তিনজনই ভেসে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মৃত যুবক ঢাকার মিরপুর এলাকার কে এম আনিসুর রহমানের ছেলে। নিখোঁজ দুইজন হলেন, বগুড়া জেলার রফিকুল ইসলামের ছেলে আসিফ আহমেদ (২২), একই এলাকার আমিনুল ইসলামের ছেলে অরিত্র (২২)।

তারা তিনজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তাদের বন্ধু আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া বলেন, ‘প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে যান। ভোর সাড়ে ৫টার দিকে তারা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে যান। ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুজন দৌঁড়ে ছাতার নিচে চলে আসলেও তারা সাগরে থেকে যান। বারবার ডাকার পরও তারা ‘আসছি, আসছি’ বলতে থাকে। মাঝিরাও তাদের উঠে যেতে বলেছে। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।’

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) সুমনাথ বসু বলেন, পাঁচ বন্ধু মিলে হিমছড়ি পয়েন্টে ঘুরতে আসেন। তিন বন্ধু এক সঙ্গে গোসল করতে নামেন। গোসলের এক পর্যায়ে স্রোতের টানে তারা ভেসে যান। একজনের মরদেহ পাওয়া গেলেও এখনও দুইজন নিখোঁজ আছেন। 

ফায়ার সার্ভিস ও সি সেইফ লাইফ গার্ড উদ্ধার কার্যক্রম চালাচ্ছে বলে জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি