ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

সরকারি কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করতে এলজিআরডিমন্ত্রীর আহ্বান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৬, ২০ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১৬:৫৮, ২০ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারি কর্মকর্তাদেরকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ শুক্রবার দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নিজ বাসভবনে এলজিইডি ও ডিপিএইচই কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মন্ত্রী এ আহবান জানান।

এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোঃ সোহরাব আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএনএম এনায়েত উল্লাহ্, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, মোঃ মুজিবুর রহমান, বিপুল চন্দ্র বণিক, কাজী মিজান, প্রকল্প পরিচালক আব্দুস সালাম মোল্লা, মোঃ মঞ্জুরুল ইসলাম, আজহার আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ।

আই/আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি