ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সরকার যে পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তা দিয়ে প্রতিবছর ২ পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব

প্রকাশিত : ২০:০৬, ১৬ মার্চ ২০১৭ | আপডেট: ২০:০৬, ১৬ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

বন্ড সুবিধা নিয়ে অসাধু ব্যবসায়ীদের দুর্নীতির কারনে সরকার যে পরিমাণ রাজস্ব হারাচ্ছে, তা দিয়ে প্রতিবছর দুটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। বৃহস্পতিবার দুপুরে মংলা বন্দরের সভাকক্ষে এনবিআর এবং ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের যৌথ সভা শেষে সাংবাদিকদের কাছে এ’ মন্তব্য করেন তিনি। এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ব্যবসায়ীদের রাজস্বে সুরক্ষা দিতে পারলে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে। এছাড়া, সভায় মংলা বন্দরের উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, মংলা কাষ্টমস কমিশনারসহ ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের নেতারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি