ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৬:৫৩, ১৮ মে ২০১৭

Ekushey Television Ltd.

রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করায় কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও সমর্থকদের হাতে সাংবাদিক লাঞ্ছিতের প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে ঝালকাঠি শহরে মানববন্ধন হয়েছে।
মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেন। এসময় অবিলম্বে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক বিচারের দাবি জানান বক্তারা। উল্লেখ্য ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ও আলোচিত রেইনট্রি হোটেলের মালিক বিএইচ হারুনের বিরুদ্ধে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে লাইক দেয়ার কারণে ঝালকাঠির কাঠালিয়ায় এক সাংবাদিককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি