ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সাংসদ লিটন হত্যার মামলায় ২ জামায়াত নেতার ৩ দিন করে রিমান্ড

প্রকাশিত : ১৫:৩৪, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:৩৪, ২৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

  গাইবান্ধায় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মামলায় গ্রেফতার দুই জামায়াত নেতার ৩ দিন করে রিমান্ড দিয়েছে আদালত। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সাংসদ লিটন হত্যা জড়িত সন্দেহে জামায়াত নেতা রেজাউল করিম ও মাসুদুর রহমান মুকুলকে গ্রেফতার করা হয়। তারা পুলিশ হত্যাসহ একাধিক মামলারও আসামী। দুপুরে, তাদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ তাদের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি