সাফাত আহমেদের বাসায় অভিযান
প্রকাশিত : ১৬:০৩, ৯ মে ২০১৭ | আপডেট: ১৬:৩২, ৯ মে ২০১৭

রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করার মামলার অন্যতম আসামি সাফাত আহমেদের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে বাসায় পাওয়া যায়নি। এদিকে নির্যাতিতা তরুনী ও মামলার বাদী, সরকারের কাজে ন্যায় বিচার ও নিরাপত্তা চেয়েছেন।
বনানী থানা পুলিশের একটি টিম মঙ্গলবার বেলা ১১টার দিকে দুই ছাত্রীকে ধর্ষন মামলার আসামী সাফাত আহমেদের গুলশানের বাসায় অভিযান চালায়। তবে সাফাত আহমেদ বাসায় না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় পুলিশ।
তবে তার বাবা, আমিন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আপন জুয়েলার্সের মালিক দাবি করেন, তার ছেলেকে ব্ল্যাক মেইল করা হয়েছে।
এদিকে মামলার বাদী ও বিশ্ববিদ্যালয় ছাত্রী জানান, জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে, সাফাত আহমেদ বার বার হোটেলে যেতে বলে। পরে সফাত ও তার বন্ধু নাঈম আশরাফ ধর্ষণ করে। পূর্ব পরিকল্পিতভাবেই দুই বান্ধবিকে ডাকা হয়েছিল বলেও একুশে টেলিভিশনের কাছে অভিযোগ করেন তিনি।
আসামীরা যেন পার পেয়ে না যায়, সেজন্য সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
মামলার আরেক আসামী ও দুই তরুনীর বন্ধু সাদমান সাকিফের বাবার দাবি ঘটনার সময় তার ছেলে সেখানে ছিলনা।
গেল ২৮ মার্চ রেইন ট্রি হোটেলে নিয়ে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ৫ জনকে আসামী করে ৬ মে মামলা হয় রাজধানীর বনানী থানায়।
আরও পড়ুন