ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২৫ জুন ২০১৭

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ আঁতাতের ঘটনায় এবার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ আঁতাতের ব্যাপারে ওবামা আগে থেকেই জানতেন। তারপরও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে দাবি করেন ট্রাম্প। ওবামা প্রশাসনের দায়িত্ব অবহেলা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সম্প্রতি ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে আসে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের সরাসরি হস্তক্ষেপের বিষয়ে গেল আগস্ট থেকেই অবগত ছিলেন ওবামা। তিনি নিজেই নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠে।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি