ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সাভারে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ১৩ মে ২০২৫

Ekushey Television Ltd.

বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। পরে প্রশাসনের হস্তক্ষেপে শ্রমিকরা মহাসড়ক থেকে সড়ে এলেও শাখা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে তারা।

মঙ্গলবার সকাল ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজাশন এলাকা অবরোধ করে এই বিক্ষোভ করেন গ্লোবাল আউটার ওয়্যার লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, বকেয়া বেতন প্রদানের জন্য মালিকপক্ষ তারিখ নির্ধারণ করলেও বেতন নিয়ে  টালবাহানা করতে থাকায় তারা আজ মঙ্গলবার কাজ বন্ধ করে আন্দোলনে নামতে বাধ‍্য হয়েছে। এছাড়াও শ্রমিকরা অভিযোগ করেন, কারখানার কতিপয় কর্মকর্তা তাদের বোনাসের টাকা না দিয়ে নিজেরা আত্নসাৎ করেছেন। তাই তাদের বকেয়া বেতন ও প্রাপ‍্য বোনাসের দাবিতে এ আন্দোলন বলেও জানান তারা।

সকাল ১১টার দিকে শ্রমিকরা মালিক পক্ষের টালবাহানায় অতিষ্ঠ হয়ে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে। এ সময় মহাসড়কের সার্ভিস লেনে যান চলাচল বন্ধ হয়ে। 

খবর পেয়ে সেনাবাহিনী ও শিল্প পুলিশ গিয়ে তাদের শান্ত করে সড়ক থেকে সড়িয়ে আনলে এক ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা এরপর কারখানার সামনে অবস্থান নিয়ে সাভার-বিরুলিয়ার শাখা সড়ক অবরোধ করে রাখে। 

এ সময় উত্তেজিত শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বাকবিতণ্ডা চলে। বেশ কয়েকজনকে আটক করলেও শ্রমিকদের দাবির মুখে তাদের ছেড়ে দেওয়া হয়।

বেতন পরিশোধের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শ্রমিকরা।

এ ব‍্যাপারে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ক‍্যামেরার সামনে কথা না বললেও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আলোচনা চালিয়ে যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি