ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

সারা ফেলছে শাকিব-বুবলীর ‘ও রানী’ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

ঈদুল ফিতরে শাপলা মিডিয়ার ব্যানারে হালের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ও সুপারস্টার শাকিব খান অভিনীত ‘চিটাগাইঙ্গা  পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এর আগে এ ছবির ‘ও রানী’ শিরোনামের একটি গান গত ১৪ই মে ইউটিউবে প্রকাশ করা হয়। এ গানটি বেশ সাড়া পেয়েছে। এতে খুশি বুবলী।
এ বিষয়ে শবনম বুবলী গণমাধ্যমকে বলেন, দারুণ সাড়া পাচ্ছি। গানটি সবাই এত সুন্দরভাবে গ্রহণ করেছে তাই আমি দর্শক-শ্রোতাদের কাছে কৃতজ্ঞ। এই গানটি একটু ভিন্ন স্বাদের, বলতে গেলে আঞ্চলিক ঘরানার। কোনো ঘোষণা ছাড়াই গানটি প্রকাশ করা হয়েছে। যেদিন প্রকাশ হয়েছে সেদিনই মূলত ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ইউটিউব চ্যানেল চালু হয়। আর এমন একটি নতুন ইউটিউব চ্যানেল থেকে গানটি মুক্তি পাওয়ার পর দর্শকদের এত সাড়া আমি পেয়েছি, যা আমার খুব ভালো লেগেছে।

গানের ভিডিও দেখুন নিচের লিংকে


/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি