ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

সিডিএ’র বোর্ড সদস্য হলেন রুমানা নাসরীন রুমু   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৬, ২১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) বোর্ড সদস্য মনোনীত হলেন রুমানা নাসরীন রুমু। এই প্রথম কোন নারী সিডিএ’র বোর্ড সদস্য হিসেবে মনোনীত হলেন।       

রুমানা নাসরীন রুমুকে সিডিএ’র সদস্য মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৮ এর ৫(১) (ড) ও ৫ (২) ধারা বলে সরকার নিন্ম বর্ণিত ছয় জনকে  ৩১ অক্টোবর ২০১৮ থেকে ৩০ অক্টোবর ২০২১ তারিখ পর্যন্ত তিন বছরের জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।’  

উল্লেখ্য,তিনি চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।    

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য এম.ওবাইদুল হকের পুত্রবধূ। রুমানা নাসরিনের বাবা প্রয়াত মুজিবুল মাওলা একজন বীমাবিদ হিসেবে সুপরিচিত ছিলেন।    

তাঁর স্বামী সারওয়ার হাসান জামিল সামিম চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক এবং পিপলস সিরামিক এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। রুমানা নাসরিন রাজনীতির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডে।  

কেআই/এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি