ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ট্রাক চাপায় ব্যবসায়ী নিহত   

প্রকাশিত : ২০:৫৩, ২২ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ট্রাকচাপায় মুন্নাফ সরকার (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। সে বেলকুচির চন্দনগাঁতী এলাকার বাসিন্ধা এবং মুকুন্দগাঁতী বাজারের মনোয়ারা প্রিন্টিং প্রেসের মালিক।     

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় মুন্নাফ সরকারকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।  

কেআই/এসি   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি