ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের চরাঞ্চলে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৮, ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কাজীপুরে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে। 

রোববার (২০ এপ্রিল) রাতে করা মশাল মিছিলের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে তা উপজেলা সদরে নয়, মিছিলটি উপজেলার অত্যন্ত নাটুয়াপাড়া চর এলাকায় হয়েছে বলে জানা গেছে। 

মিছিলে ২ মিনিট ৫১ সেকেন্ডের ভিডিও ফুটেজে মিছিলকারীদের মাস্ক পড়া ছিল। তখন তারা দলের নেত্রীর উদ্ধৃতি দিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এদিকে রাতের অন্ধকারের কারণে মিছিলে অংশ নেয়া নেতাকর্মীদের চেনা সম্ভব হয়নি। মিছিলের ভিডিও ফুটেজটি বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজেও পোস্ট দেয়া হয়েছে। 

যা সিরাজগঞ্জের আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা নিজ নিজ ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।

এ ব্যাপারে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরে আলম জানান, আমরা এখন পর্যন্ত মিছিলের সঠিক কোনো তথ্য পাইনি। তবে পেলে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি