ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:২১, ৫ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানের চালকসহ ৩ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের একটি ওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ শহিদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সৈয়দ শহিদ আলম বলেন, শনিবার ভোর রাতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিকাপ ভ্যানটি ঝাঐলে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি রাস্তার উপর পড়ে দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে।  

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি