ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সিরাজগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ২৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার ভোর রাতে হাটিকুমরুল- বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিনচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় যানা যায়নি।

উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ‘আরপি স্পেশাল’ নামে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের হরিনচড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি