ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

সিরাজগঞ্জে ৭ বছরের শিশুকে হত্যার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জ সদর উপজেলায় রিফাত (৭) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।  সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম আহম্মেদ শিশুটির মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার রাতে উপজেলার ধুকুরিয়ায় এ ঘটনা ঘটে। পরে রাত ৯টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রিফাত সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে।

এসআই আজিম আহম্মেদ জানান, হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে শিশুটি কিভাবে মারা গেছে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আনোয়ার হোসেন রতন জানান, রোববার সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি পাটখেতে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। তার গলায় নখের আচর ছিল। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি