ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সীমান্তে দেয়াল নির্মাণে বাধা কাটলো ট্রাম্পের 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ২৭ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

অবৈধ অভিবাসী ঠেকাতে সীমান্ত দেয়াল নির্মাণে সামরিক তহবিল থেকে অর্থ ব্যয়ের অনুমতি পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটনের সর্বোচ্চ বিচার ব্যবস্থা সুপ্রিমকোর্ট এ রায় দেন। খবর বিবিসির। 

এ রায়কে নিজের বড় বিজয় বলে বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প। এক টুইটবার্তায় তিনি বলেন, কি দারুণ সুসংবাদ! এটি সীমান্ত নিরাপত্তা ও আইনের শাসনের বড় বিজয় বলেও মন্তব্য করেন তিনি। 

সুপ্রিম কোর্টের ওই আদেশে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প অবৈধ অভিবাসন ঠেকাতে দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণে পেন্টাগনের তহবিল থেকে ২৫০ কোটি মার্কিন ডলার ব্যবহার করতে পারবেন। 

কংগ্রেসকে পাশ কাটিয়ে সীমান্তে দেয়াল নির্মাণে তহবিল পেতে এ বছরের গোড়ার  ট্রাম্প জরুরি অবস্থা ঘোষণা করেন। আর একেই কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অচলবস্থার সৃষ্টি হয়। 

সংবিধান লঙ্ঘন করে দেয়াল নির্মাণ করার পায়তারা হচ্ছে দাবি করে সেসময় এর বিপক্ষে দেশটির বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও রাজনৈতিক সংগঠনগুলো প্রতিবাদ জানায়। পাশপাশি বিভিন্ন মানবিধকার ও পরিবশ গ্রুপ এবং সীমান্ত কমিউনিটিসহ যুক্তরাষ্ট্রের ২০টি রাজ্য এ ব্যাপারে আইনের আশ্রয় নেয়। 

এমন অবস্থার প্রেক্ষিতে সেসময় ক্যালিয়োর্নিয়ার আদালত তাদের পক্ষে রায় দিয়ে ওই তহবিল আটকে দিয়েছিল। 

দীর্ঘ সময় পর সুপ্রিমকোর্ট নিম্ন আদালতের আদেশ বাতিল করে এ রায় দেন। এর মধ্যদিয়ে ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় দেয়া প্রতিশ্রুতি পূরণে আরেক ধাপ এগিয়ে গেলেন। তবে এর কঠোর বিরোধীতা করে আসছেন বিরোধী শিবির ডেমোক্র্যাটরা। 

সূত্র: বিবিসি ও বাসস

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি