ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

সুন্দরবন রক্ষায় জাতীয় কমিটির ডাকা হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি

প্রকাশিত : ১৫:২৭, ২২ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৫:২৭, ২২ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

সুন্দরবন রক্ষায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও  বিদুৎ রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতালে সমর্থন জানিয়েছে বিএনপি। দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৬ জানুয়ারি যাকা হরতাল কর্মসূচীর প্রতি বিএনরি সমর্থনের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী। এসময় রিজভী বলেন, রামপালে বিদুৎ কেন্দ্র তৈরী নিয়ে সরকার মিথ্যাচার করছে। সুইজারল্যান্ডের দাভাসে বিদুৎ কেন্দ্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য সঠিক নয় বলেও মন্তব্য করেন রুহুল কবীর রিজভী। সুন্দরবনের অস্তিত্য রক্ষায় এই প্রকল্প থেকে সরে আসারও আহবান জানান বিএনপির এই নেতা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি