ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সুপ্রীম কোর্টের ভাস্কর্য সরিয়ে নেয়ার তীব্র প্রতিবাদ বিশিষ্টজনদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৮, ২৬ মে ২০১৭ | আপডেট: ১৯:২৩, ২৬ মে ২০১৭

Ekushey Television Ltd.

সুপ্রীম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরিয়ে নেয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, প্রধান বিচারপতি হেফাজতে ইসলামের অন্যায় ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি মেনে নিয়েছেন। এটি মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত বলেও মন্তব্য করেন তারা। এই ঘটনা রাজনীতির উপর প্রভাব ফেলবে উল্লেখ করে তারা বলেন, মৌলবাদীদের এমন দাবি মেনে নেয়ায় ভবিষ্যতে অন্যান্য ভাস্কর্য সরানোর দাবিও উঠতে পারে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন।

২০১৬ সালের শেষ দিকে গ্রিক দেবীর ভাস্কর্যটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয়। এরপর প্রায় দুই মাস এর পক্ষে-বিপক্ষে কোনও মত প্রকাশ না হলেও চলতি বছরের ফেব্রুুয়ারিতে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী ভাস্কর্যটি অপসারণের দাবি জানান।
অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে অনেকটা গোপনেই সরিয়ে ফেলা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতের সামনের দাঁড়িপাল্লা হাতে নারীর আদলে গড়া ভাস্কর্যটি।
এতে ক্ষোভ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, ভাস্কর্য সরানোর মধ্যে দিয়ে হেফাজতে ইসলামের কাছে আত্মসমর্পন করা হলো। যা মুক্তিযুদ্ধের চেতনার উপর একটি আঘাত।
প্রধান বিচারপতি মুক্তিযুদ্ধের চেতনা নাকি হেফাজতে ইসলামের পক্ষ অবলম্বন করবেন সেটিও স্পষ্ট করার দাবি জানান তারা।
পৃথিবীর বহু ইসলামী দেশে ভাস্কর্যের ব্যবহার রয়েছে উল্লেখ করে তারা বলেন, হেফাজতে ইসলামের অন্যায় দাবিকে প্রশ্রয় দেয়ায় ভবিষ্যতে তারা দেশের অন্যান্য ভাস্কর্য সরানোর দাবি জানাবে।
এই ঘটনা রাজনীতির উপর প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি