ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

সৃজিত-মিথিলার ঘরে নতুন অতিথি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ২২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

এই পূজায় সৃজিতের কাছেই আছেন মিথিলা। তাদের সঙ্গে আছে মিথিলা-তাহসানের মেয়ে আইরা। এবার ঘরে এসেছেন নতুন দুই অতিথি। যাদের নাম হ্যারি ও হারমাইনি।

করোনা ভাইরাস মহামারীর কারণে দীর্ঘদিন দূরে ছিলেন দুই বাংলার আলোচিত জুটি। তবে বিশেষ ব্যবস্থায় মিথিলা চলে গেছেন সৃজিতের টানে। তারপর শুটিংয়ের কাজে মুম্বাই উড়ে গিয়েছিলেন সৃজিত। সম্প্রতি কলকাতায় ফিরেছেন পরিচালক। এর মাঝেই সুখবর দিলেন মিথিলা। আইরাকে নিয়ে দিব্বি দিন কাটছিল এই দম্পতির। কিন্তু আইরার ভালোবাসায় ভাগ বসাতে বাড়িতে এসেছে দুই অতিথি। তাদের ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে পরিবারের নতুন সদস্যদের পরিচয় করিয়ে দিলেন মিথিলা।

এই অভিনেত্রী বাড়িতে এনেছেন দুটি কচ্ছপ। আদর করে তাদের নাম রেখেছেন- হ্যারি আর হারমাইনি। মেয়ের আবদার আর ঘরের সৌন্দর্য্য পূরণেই এমন আয়োজন। 

এদিকে কচ্ছপ দুটিকে দেখে মিথিলাকে ইনস্টাগ্রামে একজন প্রশ্ন করেন- তবে রন কোথায়? 

জবাবে মিথিলা বলেন, ‘পটারের সব গল্পতে রনকে থাকতেই হবে এমন কোথায় লেখা আছে?’ 

প্রসঙ্গত, অভিনেত্রী ইনস্টাগ্রামে নিয়মিত আপডেট দিয়ে ভক্তদের মাঝে জানান দেন তিনি কেমন আছেন, কোথায় আছেন, কী করছেন? আর তা দেখে মিথিলা অনুরাগীরা আপ্লুত হন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি