সেনানিবাস এলাকায় বসবাসকারীরা নিয়ম ভঙ্গ করলে আর্থিক জরিমানা
প্রকাশিত : ১৪:৩৩, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৪:৫৭, ১৫ মে ২০১৭

সেনানিবাস এলাকায় বসবাসকারীদের ট্রফিক শৃঙ্খলা ও ভবন নির্মানসহ ৪৩টি বিষয়ে নিয়ম ভঙ্গ করলে আর্থিক জরিমানা বাড়িয়ে আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রীর সভাপতিত্ত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে খসড়ার অনুমোদন দেয়া হয়। ১৯২৪ সালের সেনানিবাস আইনের সংশোধিত রূপ এটি। পুরো আইন অপরিবর্তিত রেখে নতুন খসড়ায় ৪৩ টি বিষয়ে জরিমানার পরিমাণ বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি নির্মান কাজ শেষ করতে না পারলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে। ট্রাফিক আইন ভাঙ্গলে সের্বাচ্চ জরিমানা হবে ২ হাজার টাকা।
আরও পড়ুন