ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

সেনানিবাস এলাকায়, ৪৩টি বিষয়ে শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে জারিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫২, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৯, ১৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

সেনানিবাস এলাকায়, ৪৩টি বিষয়ে শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে জারিমানার পরিমান বাড়িয়ে আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এতে, সর্বনিম্ন ৫ শ টাকা ও  সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। সবকটি ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন এলাকায় সামরিক-বেসামরিক সব নাগরিকের জন্যই এই আইন প্রযোজ্য হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ত্বে সভিাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার নিয়মিত বৈঠক।  
১৯২৪ সালের পুরোনো আইনের সংশোধন করে সেনানিবাস আইন-২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এতে সেনানিবাস এলাকায়, ট্রাফিক আইন অমান্য করলে, চালকদের সর্ব নি¤œ দুই হাজার টাকা এবং সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে। অনুমোদন ছাড়া বাজার বা কসাইখানা স্থাপন করলেও সবোর্চ্চ ১০ হাজার জরিমানা দিতে হবে।  মলমূত্র ত্যাগ ও ভিক্ষা করলে গুনতে হবে ২০ হাজার টাকা। পরে, এ বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন, মন্ত্রিপরিষদ সচিব।
সর্বোচ্চ জরিমানার বিধান রাখা হয়েছে ভবন নির্মানের ক্ষেত্রে। ক্যান্টনমেন্ট বোর্ডের নির্মারিত সময়ে ভবন নির্মাণে ব্যার্থ হলে কিংবা অবৈধভাবে নির্মানকাজ করলে জরিমানা দিতে হবে ৫০ হাজার টাকা।
সিংক:
প্রায় ৯৩ বছর পর সংশোধিত আইনে সর্ব মোট ৪৩টি বিষয়ে জরিমানার পরিমান বাড়ানো হয়েছে। আগের আইনে, ২৯২টি ধারা ছিল। সংশোধিত আইনে অনাবশ্যক ধারা কমিয়ে ২১৮টিতে নামিয়ে আনা হয়েছে।
এছাড়া, ইউরোপের দেশ সান মেরিনোর সাথে বাংলাদেশের কূটনৈতিক সর্ম্পক স্থাপনের প্রস্তাবও অনুমোদন করেছে মন্ত্রিসভা।



 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি