ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেপটিক ট্যাংকে সুইপারকে বাঁচাতে গিয়ে মালিকসহ ২ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ১৫ এপ্রিল ২০২৪ | আপডেট: ১০:৪৮, ১৫ এপ্রিল ২০২৪

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুর জেলার রায়পুরে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে আটকা পড়ে সুইপার। তাকে বাঁচাতে গিয়ে বাড়ির মালিকসহ ওই সুইপারের মৃত্যু হয়েছে।

রোববার সন্ধ্যায় রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম রাখালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন বাড়ির মালিক, একই এলাকার নুর নবী লেদার ছেলে রিয়াদ হোসেন। অপরজন সুইপার, তার নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা ও পুলিশ জানায়, বিকালে রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন সুইপার। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে তিনি আটকা পড়েন। পরে বাড়ির মালিক রিয়াদ হোসেন তাকে উদ্ধার করতে গেলে দুইজনেরই মৃত্যু হয়। 

তবে কীভাবে মৃত্যু হয়েছে, সেটি এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাদের মৃত্যু হয়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংক ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি