ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

সেলফি কেড়ে নিল বাবাসহ দুই মেয়ের প্রাণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালো বাবাসহ দুই মেয়ে। নরসিংদী সদর উপজেলায় পুরানপাড়া রেলসেতুর কাছে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে তারা মারা গেছে। সোমবার নরসিংদী সদর উপজেলায় পুরানপাড়া রেলসেতুর কাছে এ ঘটনা ঘটে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি পুরানপাড়া রেলসেতুর কাছে পৌঁছালে হাফিজ তাঁর মেয়েদের নিয়ে ট্রেনসহ সেলফি তোলার চেষ্টা করেন। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

নিহতরা হলেন নিহতরা হলেন হাফিজ মিয়া (৪০), তাঁর দুই মেয়ে তারিন (১৩) ও তুলি (২)। হাফিজ লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে।

এমএইচ/ আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি