ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

সৌদি আরবে আরও ফ্লাইটের অনুমতি পেয়েছে বাংলাদেশ বিমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সৌদি থেকে দেশে ফিরে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে নিতে দেশটিতে আরও ফ্লাইট পরিচালনার অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গত ১৮ থেকে ২০ মার্চ জেদ্দা এবং  ১৮ ও ১৯ মার্চ রিয়াদগামী বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর  ঢাকা-রিয়াদ ও ৩০ সেপ্টেম্বর  ঢাকা-জেদ্দা ফ্লাইট পরিচালনা করবে বিমান।

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এমনটি জানায় বিমান কর্তৃপক্ষ। 

বিমান জানিয়েছে, ফিরতি টিকিটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিং দেওয়ার জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ  ২৫-২৬ সেপ্টেম্বর যোগাযোগ করতে হবে। বুকিং ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে  হবে। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে বিমান।

প্রসঙ্গত, করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছতে হবে বিধায় সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি