ঢাকা, মঙ্গলবার   ০৪ নভেম্বর ২০২৫

সৌদি টিকেটের জন্য আজও ভিড় (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৭:২৪, ২৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সৌদির ভিসার মেয়াদ বাড়াতে হয়রানি স্বীকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কর্মীরা। আজও রাজধানীতে সৌদি এয়ারলাইন্সের সামনে টিকেটের জন্য ভিড় করেন তারা। টোকেনধারীরা টিকেট পেলেও যারা টোকেন পাননি তারা ভিড় করছেন টিকেটের জন্য।

এদিকে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য সৌদি দূতাবাসে গিয়ে হয়রানির স্বীকার হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকেই। মেয়াদ না বাড়িয়ে দূতাবাস থেকে বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করতে বলা হয়েছে বলেও জানিয়েছে তারা।

প্রবাসীরা জানান, ১৮টি এজেন্সির তালিকা দিয়েছে এগুলোতে যোগাযোগের জন্য বলেছে। এজেন্সিগুলোর সাথে যোগাযোগ করা হলে তারা বলছে ২৫ হাজার টাকা লাগবে এ সংক্রান্ত কাগজ ঠিক করার জন্য। 

টিকেটপ্রাপ্তির অপেক্ষায় থাকা এক প্রবাসী জানান, সকালে অ্যাম্বাসিতে গেলাম, সে জায়গায় ঢুকতে দেয়নি। পুলিশ দুই তিনটি কাগজ নিয়ে এসে বললো এই তালিকার এজেন্সির মাধ্যমে যেতে হবে।

 

এএইচ/এসি 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি