ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

স্কুল-জুতার উদ্ভাবনী শৈলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৪ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

স্কুল-জুতার বিশাল বাজারে নামিদামি ব্র্যান্ডগুলো ছাড়াও নন ব্র্যান্ডের অগণিত  বিকল্প জুতা অফার করে থাকে। এবার আমরা বাজার ঘুরে প্রথমবারের মতো দেখলাম স্টেপ ফুটওয়্যার সম্প্রতি একটি অনন্য স্কুল-জুতা বাজারে এনেছে, যা বাংলাদেশের সবচেয়ে হালকা স্কুল-জুতা বলে দাবি করে এবং এটিকে স্কুল-জুতার অন্য প্রতিযোগীদের থেকে আলাদা করে। 

স্টেপ ফুটওয়্যারের স্কুল-জুতা শুধু নির্মাণশৈলীই নয় কার্যকারিতাকেও বিবেচনা করে। দৈনন্দিন পরিধানের আরামের কথা মাথায় রেখে ডিজাইন করা এই জুতাগুলো “কমফোর্ট” ধারণাকে বদলে দিয়েছে | পালকের মতো হালকা ওজন নিশ্চিত করে যে শিশুরা তাদের দৈনন্দিন কাজকর্ম সহজে মানিয়ে নিতে পারে। তাদের লাইটওয়েট বৈশিষ্ট্য ছাড়াও, স্টেপের স্কুল-জুতা দ্রুত এবং নিরাপদ পরিধানের জন্য একটি ভেলক্রো সিস্টেম নিয়ে এসেছে।

একটি শিশুর গতিশীল প্রকৃতির কারণে জুতার নমনীয়তা খুবই  গুরুত্বপূর্ণ। সারাদিন দৌড়াদৌড়ি, খেলা এবং বিভিন্ন ক্রিয়াকলাপে জড়িত থাকার জন্য এমন একটি স্কুল জুতা প্রয়োজন যা সারাদিন ব্যবহারের পরেও নষ্ট হয় না| বিশেষ করে যখন রং সাদা হওয়ার পরেও প্রতিদিনের স্কুলে ব্যবহারে আগে ময়লা পরিষ্কার এবং ধোয়া সহজ হয় | স্টেপ ফুটওয়্যার তাদের প্রতিটি স্কুল-জুতা ক্রয়ের সাথে এক জোড়া মোজা ফ্রি দিচ্ছে যা খুবই আকর্ষণীয়।

প্রত্যেক অভিবাবকের উচিত  সন্তানকে স্কুল-জুতা কেনার আগে দেখেশুনে কিনতে উৎসাহিত করা। স্টেপ ফুটওয়্যার পায়ের সঠিক মাপ নিশ্চিত করে, স্বাচ্ছন্দ্য ও সুবিধায় আনে নতুন মাত্রা।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি