ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পুলিশের কনস্টেবল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৩:৪৪, ১৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

পারিবারিক কলহের জেরে সিরাজগঞ্জের এনায়েতপুরের ভাঙ্গাবাড়িতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে পুলিশের এক কনস্টেবল।
নিহতের বাবা জানান, বিয়ের সময় কয়েক লাখ টাকা যৌতুক দেন তিনি। এছাড়া বিয়ের আগেও চাকরীর কথা বলে ১০ লাখ টাকা আদায় করে মেয়ে জামাই। কিন্তু আরও টাকার জন্য প্রতিনিয়ত তার মেয়েকে নির্যাতন করত সে। রোববার বিকেলে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়। খবর পেয়ে গভীর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে পুলিশ সদস্য নীরোধ কুমার সরকার পলাতক রয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি