ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন শুরু হয়েছে

প্রকাশিত : ১৯:০০, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০০, ৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

নাগরিকদের উন্নতমানের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন শুরু হয়েছে। পরীক্ষামূলকভাবে প্রথমে রাজধানীর উত্তর ও দক্ষিণ সির্টি কর্পোরেশনের কয়েকটি এলাকা এবং কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাশিয়ার ছড়াতে দেয়া হচ্ছে স্মার্ট কার্ড। এ কার্ডের মাধ্যমে আয়করদাতা সণাক্তকরণ নাম্বার, শেয়ার আবেদন, পাসপোর্টসহ ২২ টি সেবা পাবে নাগরিক। বহু প্রতীক্ষার পর এ কার্ড হাতে পেয়ে নাগরিক হিসেবে গর্বিতবোধ করছেন সবাই। দীর্ঘপ্রক্রিয়ার পর নাগরিকের হাতে আসছে স্মার্ট জাতীয় পরিচয় পত্র। এতে ব্যক্তিগত পরিচয়ের পাশাপাশি মাইক্রো চিপটিতে থাকছে মেশিনে পাঠযোগ্য ৩২ ধরনের তথ্য। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরিচয়পত্র বিতরনের পরীক্ষামূলক কার্যক্রমে সিটি কর্পোরেশন এলাকার কয়েকটি ওয়ার্ডের নাগরিকদের দেয়া হয়েছে স্মার্ট কার্ড। নাগরিককে তার হাতের দশ আঙুলের ছাপ এবং চক্ষু কণিকার প্রতিচ্ছবি গ্রহণ করা হয়েছে তথ্য সংরক্ষণের সুবিধার্থে। প্রযুক্তিনির্ভর এ কার্যক্রমে প্রাথমিকভাবে কিছু ত্রুটির অভিযোগ করেছেন নাগরিকরা। তবে তার সংখ্যা নগন্য। প্রাথমিক এ ত্রুটিগুলো বিবেচনায় নিয়ে সুষ্ঠু সমাধানের উদ্যোগ নেবে নির্বাচন কমিশন। ২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রায় ৯ কোটি ভোটারের হাতে স্মার্ট কার্ড পৌছে দেয়া হবে বলে জানিয়েছেন কমিশন। ১০ বছর মেয়াদী এ কার্ড পরবর্তীতে নবায়নও করা যাবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি