ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

হজের ফিরতি প্রথম ফ্লাইট ঢাকায় পৌঁছেছে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৪, ১৭ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

হজের ফিরতি প্রথশ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। বেসরকারী ব্যবস্থাপনায় শনিবার দুপুরে সৌদি এয়ারলাইন্সে (এসবি ৮০৮) ৩৩৫ হজযাত্রী নিয়ে ফ্লাইটটি বিমান বন্দরে অবতরণ করে।

বিমানবন্দর হজ কন্ট্রোল রুম থেকে জানা যায়, অবতরণের ঘণ্টাখানেকের মধ্যেই হজযাত্রীরা বর্হিগমন ও লাগেজ সংগ্রহ শেষে বিমানবন্দর ত্যাগ করেন।

অন্যদিকে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রথম ফিরতি হজ ফ্লাইট (বিজি ৩৫০২ ) স্থানীয় সময় ১১টা ৩৪ মিনিটে জেদ্দা বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়েছে। 

উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২৬ হাজার ৯২৩ হজযাত্রী পবিত্র হজ পালন করেন।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি