ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

হতদরিদ্রের হার নেমে এসেছে ১২ দশমিক ৯ শতাংশে

প্রকাশিত : ১৪:৪৪, ৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:২১, ৩ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশে হতদরিদ্রের হার ১২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক। ২০৩০ সাল নাগাদ এ হার শূণ্যে নামিয়ে আনা সম্ভব বলেও দাতা সংস্থাটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল থাকলেও আসছে বছরগুলোতে প্রবৃদ্ধির হার কিছুটা কমার আশঙ্কার কথাও জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের হিসাবে ২০০৫ সালেও বাংলাদেশে হত দরিদের হার ছিল ৪৩ দশমিক ৩ শতাংশ। ২০১১ সালের হিসাবে যা নেমে আসে ১৮ দশমিক ৫ শতাংশে। প্রতিবছরই হত দরিদ্রের হার কমে আসছে বলে উঠে এসেছে বিশ্বব্যাংকের প্রতিবেদনে। সোমবার সকালে সংস্থাটির ঢাকা অফিসে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টির কারণে হত দরিদ্রের হার কমছে। যা বর্তমানে দাড়িয়েছে ১২ দশমিক ৯ শতাংশে। আন্তর্জাতিক এ দাতা সংস্থাটি আরো বলছে, বাংলাদেশ এখন পৃথিবীর শীর্ষ ১২ গতিশীল প্রবৃদ্ধির দেশের একটি। সামষ্ঠিক অর্থনীতিও স্থিতিশীল আছে। তবে উদ্বেগ আছে ব্যাক্তিখাতের বিনিয়োগ কমে যাওয়া নিয়ে। এমন পরিস্থিতিতে আর্থিক খাত ও জ্বালানি খাতে সংস্কার, অবকাঠামো উন্নয়নে নজর দেয়াসহ বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে বিশ্বব্যাংক। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ শতাংশ এবং আগামী বছর তা ৬ দশমিক ২ শতাংশে নেমে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বিশ্বব্যাংক।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি