ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

হবিগঞ্জে জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা (ভিডিও)

প্রকাশিত : ১১:০৮, ৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

হবিগঞ্জে জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার-প্রচারণা। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্র“তি। ভোটাররাও চান পছন্দের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে।

প্রথম ধাপে হবিগঞ্জ জেলার ৯ উপজেলার মধ্যে ৮ উপজেলায় ভোট হবে ১০ মার্চ। এই ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ২৭, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৪৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন প্রার্থী লড়ছেন।

প্রত্যেক উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর সাথে রয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী।

নেতাকর্মীরা সাথে রয়েছে দাবি করে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিদ্রোহী প্রার্থীরা।

বানিয়াচংয়ে নৌকার বিজয় নিশ্চিত বলে মনে করেন এ প্রার্থী।

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে- আশা আজমিরীগঞ্জের আওয়ামী লীগ প্রার্থীর।

ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত চেয়ারম্যান সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে নেবেন কঠোর অবস্থান।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি