ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

হবিগঞ্জে মাটিচাপা পড়ে ২ চা শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১০, ১৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পাহাড় ধসে দুই নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা নিজেদের ঘর তৈরির জন্য মাটি আনতে গিয়ে পাহাড় ধসে এ মৃত্যু হয়।

বুধবার বিকেলে উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানে এ ঘটনা ঘটে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- চাকলাপুঞ্জি চা বাগানের এক নম্বর লাইনের মঙ্গল সাঁওতালের স্ত্রী বিশকা সাঁওতাল এবং একই এলাকার খোকন মালের স্ত্রী আমুদিনি মাল।

ওসি কে এম আজমিরুজ্জামান জানান, বুধবার বিকেলে বিশকা ও আমুদিনি নিজেদের ঘর তৈরির জন্য পাশের পাহাড়ে মাটি আনতে যায়। মাটি কাটার একপর্যায়ে তাদের ওপর পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই তারা মারা যান। খবর পেয়ে চুনারুঘাট থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি