ঢাকা, শুক্রবার   ১০ অক্টোবর ২০২৫

হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই পেলেন সাহিত্যে নোবেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

সাহিত্যে অসামান্য অবদান রাখায় এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই। সুইডিশ একাডেমি বলেছে আকর্ষণীয় এবং দুরদর্শী রচনার জন্য তাকে এ বছর সাহিত্যে নোবেল দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে।

সুইডিশ একাডেমি আরও বলছে, তার লেখনী বৈশ্বিক ভয়াবহতার মধ্যে শিল্পের শক্তিকে পুনরায় নিশ্চিত করেছে। তিনি মধ্য ইউরোপীয় সাহিত্যের একজন মহাকাব্যিক লেখক। তার সাহিত্যকর্ম বিশ্বখ্যাত সাহিত্যিক কাফকা থেকে শুরু করে থমাস বার্নহার্ডের মতো লেখকদের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ফলে এ বছর পুরস্কারের জন্য তাকে বাছাই করা হয়।

১৯৫৪ সালের ৫ জানুয়ারি হাঙ্গেরির গিউলায় জন্ম লাসজলো ক্রাসনাহোরকাইয়ের। সারা জীবন  তিনি সাহিত্য সাধনায় মগ্ন ছিলেন। তিনি হাঙ্গেরি, ইংরেজি, ফরাসি, জার্মান, সুইডিশসহ বিভিন্ন ভাষায় সাহিত্য রচনা করেন।

উল্লেখ্য, গত বছর দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং সাহিত্য পুরস্কার জিতেছিলেন। ট্রমা মোকাবিলা এবং মানব জীবনের ভঙ্গুরতা কাব্যিক গদ্যে তুলে আনার জন্য তিনি পুরস্কৃত হন। হান ছিলেন প্রথম দক্ষিণ কোরিয়ার লেখিকা এবং ১৮তম নারী যিনি নোবেল সাহিত্য পুরস্কার জিতেছেন।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি