হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, এনাম মেডিক্যালের চিকিৎসককে অব্যাহতি
প্রকাশিত : ১৫:৫৭, ২০ ডিসেম্বর ২০২৫
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হয়েছেন তাজিন আফরোজ শাহ নামে এক চিকিৎসক। তিনি সাভারের এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে এনাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোতাহার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতির তথ্য জানা যায়।
চিঠিতে বলা হয়, সম্প্রতি শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় অধ্যাপক ডা. তাজিন আফরোজ শাহকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো। একইসঙ্গে, কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না, তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্যও চিঠিতে উল্লেখ করা হয়।
এ ঘটনার পর থেকে ওই হাসপাতালে উত্তেজনা দেখা দেয়ার পর এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক দুর্যোগ ও ত্রাণমন্ত্রী ডাঃ এনামুর রহমানের মালিকানাধীন। বর্তমানে তিনি জুলাই আন্দোলনের একাধিক হত্যা মামলায় কারাগারে আছেন।
এএইচ
আরও পড়ুন










