ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫

হাবীবুল্লাহ সিরাজীর সফল অস্ত্রোপচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ২৮ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

বাংলা একাডেমির মহাপরিচালক, কবি হাবীবুল্লাহ সিরাজীর অস্ত্রোপচার সফল হয়েছে। রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মঙ্গলবার রাতে (২৭ এপ্রিল) তার অপারেশন করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। তবে এখনও তিনি ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) ডা. এ কে এম মুজাহিদুল ইসলাম এ তথ্য জানান।

মুজাহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে হাবীবুল্লাহ সিরাজীর শারীরিক অবস্থা কিছুটা ঝুঁকিপূর্ণ ছিল। তার পাকস্থলীতে নাড়ি জোড়া লেগে গিয়েছিল।

মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রাতে তার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত হয়। অস্ত্রোপচার করে তার শরীর থেকে একটি টিউমার অপসারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, হাবীবুল্লাহ সিরাজীকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এখানে তিনি কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বর মাসে বাংলা একাডেমির মহাপরিচালক হন কবি হাবীবুল্লাহ সিরাজী। আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে ভূমিকা রাখা হাবীবুল্লাহ সিরাজী ২০১৬ সালে একুশে পদক পান। তার আগে ১৯৯১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি