ঢাকা, মঙ্গলবার   ০১ জুলাই ২০২৫

হিরের মধ্যে আরেক হিরে!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ৮ অক্টোবর ২০১৯

Ekushey Television Ltd.

মহামূল্যবান রত্ন হলো হিরে। এক জীবনে হয়তো কেউ দেখেওনি এই রত্নের রূপ। তবে রাশিয়ায় এই হিরের এক আশ্চর্য রূপ আবিষ্কার হয়েছে। সেখানে একটি হিরের মধ্যে আরেকটি হিরের দেখা মিলেছে। ভেতরের হিরেটি একদম আলগাভাবে রয়েছে, তা আবার নড়াচড়াও করছে।

এই হিরে সম্পর্কে রাশিয়ার সরকারি খনন সংস্থা অ্যালরোসা পিজেএসসি জানিয়েছে, হিরেটি সাইবেরিয়ার একটি খনি থেকে উত্তোলন করা হয়েছে। তাদের দাবি, হিরেটির বয়স ৮০ কোটি বছরের বেশি হতে পারে।

হিরেটির মোট ওজন ০.৬২ ক্যারেট। তার মধ্যে ভেতরের হিরেটির ওজন মাত্র ০.০২ ক্যারেট। এই হিরেটি সাইবেরিয়া অঞ্চলের ইয়াকুতিয়ার নাইরবা খনি থেকে উত্তোলন করা হয়েছে।

হিরেটি আবিষ্কার হওয়ার পর হিরে বিশেষজ্ঞরা সেটিকে নানাভাবে পরীক্ষা করেন। হিরেটি এক্স-রেসহ নানা পদ্ধতিতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা করার পর বিশেষজ্ঞরা মনে করেছেন, প্রথমে ভেতরের ছোট হিরেটি তৈরি হয়, পরবর্তীকালে বাইরের হিরেটি তার চারদিকে গঠন হয়ে যায়। তবে দুটি হিরের মাঝে কী ভাবে বাতাস রয়ে গেল সেটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞরা। 

এই হিরের নামও রাখা হয়েছে। রাশিয়ায় মাত্রিওস্কা নামের পুতুল রয়েছে, যাতে একটি বড় পুতুলের ভেতর আর একটি ছোট পুতুল সুন্দরভাবে ঢুকে যায়। এই ভাবে একটা বড় পুতুলের ভেতরে একে একে সাতটা ছোট পুতুলও থাকতে পারে। তাই এই পুতুলের নামের সঙ্গে মিল রেখে হিরেটির নাম রাখা হয় মাত্রিওস্কা।

মাত্রিওস্কা হিরেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জেমোলজিক্যাল ইনস্টিটিউটে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন অ্যালরোসা কর্তৃপক্ষ।

এএইচ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি