ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

হ্যারি-মেগানের প্রেম-সিনেমার মুক্তি ১৩ মে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৩, ১৪ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

ব্রিটিশ রাজপুত্র হ্যারির সঙ্গে বিয়ে হতে যাচ্ছে অভিনেত্রী মেগান মার্কেলের। তাদের প্রেমকাহিনী অবলম্বনে নির্মিত সিনেমা হ্যারি অ্যান্ড মেগান: দ্য রয়্যাল লাভ স্টোরি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৩ মে। অর্থাৎ এ যুগলের সত্যিকারের বিয়ের মাত্র ৬ দিন আগে। ইতোমধ্যে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশিত হয়েছে।

বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি বিশেষ তাৎপর্য রাখে। কারণ, এই ছবিটি করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক মেনহাজ হুদা।

তবে কোনো প্রেক্ষাগৃহে নয়, সিনেমাটি প্রদর্শিত হবে মার্কিন চ্যানেল লাইফটাইম নেটওয়ার্কে।

ব্রিটেনের রাজপরিবারের ছোট ছেলে প্রিন্স হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলের প্রেম অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে বিয়ের আসর পর্যন্ত পৌঁছেছে। আগামী ১৯ মে তাদের বিয়ে।

২০১৬ সালে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের পরিচয় হয়। এরপর থেকেই বাড়তে থাকে ঘনিষ্ঠতা। অভিনেত্রী মেগান মার্কেল ও প্রিন্স হ্যারির প্রেমকাহিনি বেশ চড়াই-উতরাই পেরিয়েছে। গত নভেম্বরে প্রিন্স হ্যারির সঙ্গে বাগদানের পর মেগানকে তাঁর সাবেক স্বামী ও তাঁর গায়ের রং নিয়ে অনেক বিতর্কের মুখে পড়তে হয়। গুঞ্জন আছে, রাজপরিবারও মেগানকে মেনে নিতে অনেক সময় নিয়েছে। সেই চড়াই-উতরাইয়ের গল্পগুলোই দেখা যাবে হ্যারি অ্যান্ড মেগান: দ্য রয়্যাল লাভ স্টোরি ছবিতে।

ছবির প্রথম ঝলকে দেখা গেছে ব্রিটিশ রাজপরিবারের দুই রাজপুত্রকে তাদের সঙ্গিনীর সঙ্গে। প্রথম দেখায় মনে হবে, সত্যিই ছবিতে প্রিন্স হ্যারি-মেগান মার্কেল ও প্রিন্স উইলিয়াম-কেট মিডলটন সিনামায় অভিনয় করছে। তবে একটু মনোযোগ দিয়ে দেখলে ভ্রম ভেঙ্গে যাবে মুহূর্তেই।

নতুন এই ছবিতে হ্যারির চরিত্রে অভিনয় করেছেন মারে ফ্রাসার ও মেগানের চরিত্রে পারিসা ফিজ-হ্যানেলে।

সূত্র: এস শোবিজ

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি