ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪

১০ বছর পরে ‘পদাতিক’এ ফের সৃজিত-সুমন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৯, ৩০ জুলাই ২০২৪

ওপার বাংলার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পদাতিক’-এ শোনা যাবে কবীর সুমনের গান। ১০ বছর পরে ফের এক ছবিতে সৃজিত-সুমন যুগলবন্দি।

সুমন-সৃজিতের যুগলবন্দি অনুরাগীরা প্রথম শুনেছিলেন ‘জাতিস্মর’ ছবিতে। ছবিতে গানের পাশাপাশি সুরের দায়িত্বেও ছিলেন তিনি। সুমনের কথায়, “সৃজিতের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক। সেই জায়গা থেকে আমার গাওয়া, লেখা এবং সুর করা ওর পছন্দের একটি গানের উল্লেখ করে সৃজিত। আবদার জানায়, গানটি ‘পদাতিক’ ছবিতে ব্যবহার করতে চায়। আমি না বলিনি।”

সেই অনুযায়ী সুমনের লেখা, সুর করা এবং গাওয়া ‘জনতার হাতে হাতে ঘোরো তুমি নিশানের মতো’ গানটি কোনও অ্যালবামের নয়। শিল্পী গানটি রেকর্ডও করেননি। সম্ভবত কোনও অনুষ্ঠানে তার কণ্ঠে পরিচালক শুনেছিলেন। এ বার সৃজিতের অনুরোধে গত মাসে তিনি ছবির জন্য গানটি রেকর্ড করেছেন। গানের সঙ্গে হারমোনিকাও বাজিয়েছেন।

গানটি ছবিতে কি কোনও অভিনেতার ঠোঁটে ব্যবহৃত হবে? এ বিষয়ে জানেন না শিল্পী। তিনি জানেন, তার প্রিয় পরিচালক তার কাছে তার গান চেয়েছেন। এর থেকে বেশি কিছু জানার প্রয়োজন বোধ করেননি তিনি।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি