ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

১১৮ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে কবীর সমাধীস্থলে মানুষের ঢল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩২, ২৫ মে ২০১৭ | আপডেট: ১৯:৪৫, ২৫ মে ২০১৭

Ekushey Television Ltd.

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাতে তার সমাধীস্থলে ঢল নামে সর্বস্তরের মানুষের। এসময় কবির অসাম্প্রদায়িক মানবতাবোধ ধারণ করেই জঙ্গিবাদ প্রতিরোধের প্রত্যয় জানান তারা। আর তরুন প্রজন্মের মাঝে নজরুলের সাম্যবোধের চেতনা ছড়িয়ে দিতে কবির সৃষ্টিকর্মে একাধিক ভাষায় অনুবাদের উদ্যোগ নেয়ার আহবান জানান স্বজনরা। 


জাতীয় কবির জন্ম বাষির্কীতে তার সমাধীতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মিরা। শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও। তারা জানালেন ..
শ্রদ্ধা জ্ঞাপন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জঙ্গিবাদের বিষবৃক্ষের শেকড় উপড়ে আহবান জানান।
বিএনপির পক্ষে শ্রদ্ধা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুঃশাষনের বিরুদ্ধে নজরুলই প্রেরণা বলে মন্তব্য করেন তিনি।
বিদ্রোহের মূলমন্ত্র আর সম্প্রীতির চেতনা ছড়িয়ে দিতে তার সৃষ্টিকর্মের অনুবাদে উদ্যোগ নেযার দাবি কবির নাতনীর
জঙ্গিবাদের কালো থাবা থেকে দেশ-জাতিকে বাঁচাতে নজরুলকে আরো বেশি পঠন-পাঠন জরুরী বলে মনে করছে বর্তমান প্রজন্ম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি