ঢাকা, মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪

১২০ কেজি গাঁজাসহ ৫টি ফার্নিচার ও পিকআপ আটক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৫, ৬ মে ২০২১

নির্মাণাধীন ফার্নিচারের ভিতরে বিশেষ কৌশলে গাজা ঢুকিয়ে পাচারকালে র‍্যাবের অভিযানে ১২০ কেজি গাঁজা, ৫টি কাঠের ফার্নিচার ও একটি পিকআপ ভ্যান আটক হয়। আজ বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পে এক প্রেস ব্রিফিং-এ র‍্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে চুনারুঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ পন্থায় পাচারকালে হবিগঞ্জের সায়েস্তাগঞ্জ মোড় থেকে একটি পিকআপ ভ্যানসহ ৫টি কাঠের ফার্নিচার আটক করেন। এ সময় পিকআপ ভ্যানের চালক ও গাজার মালিক পালিয়ে যায়। পরে ফার্নিচারের ভিতরে বিশেষ পন্থায় বক্স করে রাখা ১২০ প্যাকেট গাজা পাওয়া যায়। 

তিনি জানান, প্রতি প্যাকেটে গাঁজার পরিমাণ এক কেজি করে মোট ১২০ কেজি। যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা।

এ ব্যাপারে গাঁজার মালিক হবিগঞ্জ জেলার সায়েস্তাগঞ্জ থানার হাব্ডার হাওর এর বাসিন্দা মৃত সিদ্দিক আলীর ছেলে মনা মিয়া (২৬) ও ট্রাকের মালিক একই থানার শাহবাজপুর গ্রামের মৃত সোনাই মিয়ার ছেলে মিলন মিয়া (৩৮) এর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি