ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

১৩তম মৃত্যুবার্ষিকীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৫, ১৯ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকীতে গাজীপুরের নূহাশ পল্লীর নন্দন কাননে লেখককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন তাঁর পরিবারের স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা। 

শনিবার (১৯ জুলাই) সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন তার দুই পুত্র নিনিত ও নিষাদের উপস্থিতিতে নূহাশ পল্লীর লিচু গাছের তলায় শায়িত হুমায়ূন আহমেদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। 

নন্দিত এই লেখকের প্রিয় চরিত্র হলুদ পাঞ্জাবিতে হিমু ও নীল শাড়িতে রুপা সেজে অনেক ভক্ত আসেন  নূহাশ পল্লীতে। শ্রদ্ধা ও ভালোবাসা কথা জানান এখানে আসা ভক্তরা।

এ সময় লেখকেরস্ত্রী মেহের আফরোজ শাওন জনান, হুমায়ূন আহমেদের স্মৃতি জাদুঘর করার আর্থিক সক্ষমতা এখনো হয়ে ওঠেনি, তবে তা করার চেষ্টা অব্যাহত রয়েছে।

অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজারুল ইসলাম বলেন, বাংলা ভাষায় মানুষ যতদিন কথা বলবে, বাংলা ভাষা মানুষ পড়বে ততদিন হুমায়ূন আহমেদ পঠিত হবেন। 

প্রয়াত এই লেখকের আত্মার শান্তি কামনায় আয়োজন করা হযয়েছে কোরআন খানি ও মিলাদ মাহফিলের।  

১৯৪৮ সালে ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ। ২০১২ সালের ১৯ জুলাই মরমবিধি ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি