ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

১৫ কার্যদিবসের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৭, ১৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ১৫ কার্যদিবসের মধ্যে মুক্তিযোদ্ধাদের তালিকার যাচাই-বাছাই কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

দুপুরে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুয়ায়ি ১৫ কার্যদিবসের মধ্যে মুক্তিযোদ্ধা তালিকার যাচাই-বাছাই করে তালিকা করা হবে। মন্ত্রী বলেন, সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নেয়া মুক্তিযোদ্ধাদের পাশাপাশি, যারা মুক্তিযুদ্ধে অন্যান্য কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের এই তালিকার আওতায় আনা হবে। এছাড়া, বীরাঙ্গনা মা-বোনরাও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাচ্ছেন বলে জানান মন্ত্রী।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি