ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

২শ ৬৭ কর্মকর্তাকে উপ-সচিব হিসেবে পদোন্নতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৬, ২৩ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

জ্যেষ্ঠ সহকারী সচিব পর্যায়ে ২শ ৬৭ কর্মকর্তাকে উপ-সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করে, রেওয়াজ অনুযায়ি পরবর্তি পদায়নের জন্য তাদের ওএসডি করেছে। যেসব কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে তাদের অধিকাংশই ২২ তম ব্যাচের। এছাড়া নতুন করে পদোন্নতি পেয়েছেন পুরোনো ব্যাচের কয়েকজন কর্মকর্তাও। এর আগে, গেল বছর ২৭ নভেম্বর একসঙ্গে প্রশাসনের ৫শ’ ৩৬ কর্মকর্তাকে পদোন্নতি দেয়া হয়েছিল। উপ সচিবের স্থায়ী পদের সংখ্যা সাড়ে আটশ’ হলেও ওই পদোন্নতির পর উপ-সচিবের সংখ্যা দাঁড়ায় ১ হাজার ৪ শ’ ৭৯ জন। এবার যুক্ত হচ্ছেন নতুন করে ২ শ ৬৭ জন।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি