ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

২০২২ সালের এসএসসি’র স্থগিত অ্যাসাইনমেন্ট চালু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩১, ১২ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

আগামী বছর (২০২২) এসএসসি পরিক্ষার্থীদের স্থগিত অ্যাসাইনমেন্ট কার্যক্রম পুনরায় চালু হয়েছে। 

গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত এক পত্রে বলা হয়েছে, এসএসসি পরীক্ষার্থীদের পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সকল শিক্ষার্থীদের জমা ও গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ২৪ জুলাই জারি করা পত্রের মাধ্যমে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম সাময়িক স্থগিত সংক্রান্ত আদেশটি প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চালু থাকবে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি